রাজশাহী বিভাগীয় কমিশনার ধামইরহাট পরিদর্শন
ধামইরহাটে ২শ বছরের প্রাচীন শালবাগান সহ ৫টি ঐতিহাসিক নিদের্শন পরিদশন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালদ্দীন আহম্মেদ |শনিবার সরকারী সফরে সকাল ১০ টায় উপজেলা প্রশনের দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন ও সরকারি কর্মকর্তা নিয়ে মত বিনিময় শেষে ধামইরহাট উপজেলা ২শত বছরের শালবাগান বেষ্টিত আলতাদিঘী জাতীয় উদ্দ্যান জগদল বিহার, ভিমের পান্টি , মাহিসন্তষ মাজার শরীপ পরিদর্শন করেন জেশা প্রসাশক এনামুল হক, উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন , উপজেলা চেযারম্যান মইন উদ্দীন| ইতিমধ্যে আলতাদিঘী জাতীয় উদ্দ্যানের আবাসন নির্মানের জ্ন্য তিনশ কোটি টাকা বরাদ্ধ হয়েছে|[ধামইরহাট খবর২৪] আলতাদিঘী তার রুপ বৈচিত্র দিয়ে শ্রীঘ্রই পর্যটকদের আকূষ্ট করবে|
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.