<<<<ধামইরহাট পৌর মেয়রকে সংর্বধনা>>>>>
ধামইরহাট পৌর মেয়কে সংর্বধনা দেওয়া হয়েছে।ধামইরহাট পৌরসভার কাউস্নিলার কমর্কতা কমর্চারী পক্ষে থেকে এই সংর্বধনা প্রদান করা হয়েছে ।ধামইরহাট পৌরসভার মেয়র মো:আমিনুর রহমান ১ সপ্তাহে জন্য কাম ট্যুর প্রোগ্রামে যুক্তরাজ্য লন্ডন গ্রমন করেন।বুধবার সফর শেষে তিনি বেলা ১১টায় পৌরসভা পৌঁছেলে তাকে এই সংর্বধনা প্রদান করা হয় । এই সময় উপস্থিত ছিলেন পৌর কাউস্তিলার মুক্তাদিরুল হক সংবাদিক মোজাম্মেল হক , হারুন প্রমুখ। —
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<<<ধামইরহাটে দিন দিন বূদ্ধি পাছে মাদকাশক্তির সংখ্যা>>>>
ধামইরহাট উপজেলায় ব্যাপক ভাবে বিস্তার লাভ করছে মাদকাশক্তির সংখ্যা |উপজেলার প্রায় সব গ্রামে এর প্রভাব লক্ষ করা যায়| স্কুল থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত ছাত্ররা মাদকাশক্তি শিকার হচ্ছে এবং কিছু কিছু এলাকায় আদিবাসী ছাত্রীরা নিশা কর থাকে। ছাত্র ছাত্রীর অভিভাবকরা বেশ চিন্তিত ।মাদক দ্রব্য খুব সহজলব্য হওয়াতে সকলে অনা আয়েসে গ্রহন করে থাকে। আমইতাড়া ,হাটখলা, অমরপুরের হঠাত্ পাড়া,পাগল দেওয়ান, মাহালী পাড়া ,টিএন্ডটি মোড় এলাকার মধ্য বেশী নেশা ব্যাহার হয়। এলাকার পুলিশ প্রশাসন তেমন কার্যকারী ভুমিকা পালন করেনা| যার ফলে দিন দিন এর পরিমান বূদ্ধি পাছে| চাকরী ও কর্মসংস্থন না থাকার কারনে যুবগদের মধ্য হতাশা কাজ করে আর হতাকে কাটার জন্য নেশাকে বেছে নেয় ।এই বিষয় গুলো নিয়ে এলাকাবাসী চিন্তিত|
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<<< আবারও আলতাদিঘী জাতীয় উদ্যানে বিরল প্রজাতির গন্ধগোকুল অবমুক্ত>>>>
ধামইরহাট আলতাদীঘি জাতীয় উদ্যানে বিরল প্রজাতির গন্ধগোকুল ছেড়ে দেওয়া হয়েছে |গতকাল শনিবার ৫ টায় ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন প্রণিটি শালবাগানে ছেড়ে দেয় | এ সময় উপস্থিত ছিলেন বর্নবিট কমর্কতা লক্ষন ভৌমিক |গন্ধগোকুলটি বদলগাছী এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল|
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
ধামইরহাটে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁর ধামইরহাট উপজেলায় এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ধামইরহাট হাটে শাহীন হোসেনের (১৮) লাশ পাওয়া যায়। শাহীন স্থানীয় আঙ্গুর হোসেনের (এঙ্গেল) ছেলে।
ধামইরহাট থানার ওসি একরামুল হক জানান, সকালে কসাইরা ধামইরহাট হাটে গরু জবাই করতে গেলে হাটের টিন শেডের দোকানে শাহীনের ঝুলন্ত লাশ দেখে স্বজনদের খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ওসি একরামুল আরো জানান, ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।নিহতের বাবা আঙ্গুর হোসেন ও বড়ভাই মন্টুর দাবি, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শাহীন। তার পরিচিত কয়েকজন বন্ধুই তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। যথাযথ তদন্ত করলেই প্রকৃত ঘটনা বের হবে।
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<<< দেশে কোন বিদুত্ বিহীন কোন গ্রাম থাকবেনা: হুইপ >>>>
===============
হুইপ মো: শহীদুজামান সরকার এমপি বলেছেন দেশে আগামী ৪ বছর বিদুত্ বিহীন কোন গ্রাম থাকবেনা| সরকার বর্তমান চাহিদা তুলনায় বেশি বিদুত্ উত্পাদন করেছে যা স্বাধীনতার পর বিদুত্ উত্পাদনের সর্বকালের সেরা রেকট| এই সরকার দেশের সকল শহর ও গ্রামের উন্নয়নের বিশ্বসী হুইপ এই কথা বলেন |বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলের ফতেপুর-মাতাজীহাট ৬ কোটি ব্যায়ে প্রায় ১৪ কিলোমিটার রাস্তা প্রস্তকরন ও মেরামত কাজের উদ্ভোদন করেন। এসময় উপস্থিত ছিলেন আড়ানগর ইউনিয়নের চেযারম্যান শাহাজান, আলী কমল আওয়ামিলীগ নেতা ইচ্ছাহাক আলি, অধ্যক্ষ শহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন |
===============
হুইপ মো: শহীদুজামান সরকার এমপি বলেছেন দেশে আগামী ৪ বছর বিদুত্ বিহীন কোন গ্রাম থাকবেনা| সরকার বর্তমান চাহিদা তুলনায় বেশি বিদুত্ উত্পাদন করেছে যা স্বাধীনতার পর বিদুত্ উত্পাদনের সর্বকালের সেরা রেকট| এই সরকার দেশের সকল শহর ও গ্রামের উন্নয়নের বিশ্বসী হুইপ এই কথা বলেন |বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলের ফতেপুর-মাতাজীহাট ৬ কোটি ব্যায়ে প্রায় ১৪ কিলোমিটার রাস্তা প্রস্তকরন ও মেরামত কাজের উদ্ভোদন করেন। এসময় উপস্থিত ছিলেন আড়ানগর ইউনিয়নের চেযারম্যান শাহাজান, আলী কমল আওয়ামিলীগ নেতা ইচ্ছাহাক আলি, অধ্যক্ষ শহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন |
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<<<ধামইরহাটে সরকারী কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই!>>> >
==============
স্বাধীতার ৪২ বছর পার হলেও ধামইরহাট উপজেলতে কোন সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা হয়নি। বিভিন্ন সময়ে সরকারের মন্তী -এমপি ও আমলারা থানা সদরে অবস্তিত ঐতিহ্যাসিক চকময়রাম মডেল স্কুল,ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যাল, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চবিদ্যাল ও ধামইরহাট এম এম ডিগ্রী কলেজ সরকারী করনে বহু প্রতিশ্রতি দিলেও আজ পর্যন্ত তা কর্য়কর হয়নি। একটি স্কুল এবং একটি কলেজ সরকারী হবে এটায় আশাকরে ধামইরহাটবাসী।
==============
স্বাধীতার ৪২ বছর পার হলেও ধামইরহাট উপজেলতে কোন সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা হয়নি। বিভিন্ন সময়ে সরকারের মন্তী -এমপি ও আমলারা থানা সদরে অবস্তিত ঐতিহ্যাসিক চকময়রাম মডেল স্কুল,ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যাল, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চবিদ্যাল ও ধামইরহাট এম এম ডিগ্রী কলেজ সরকারী করনে বহু প্রতিশ্রতি দিলেও আজ পর্যন্ত তা কর্য়কর হয়নি। একটি স্কুল এবং একটি কলেজ সরকারী হবে এটায় আশাকরে ধামইরহাটবাসী।
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<<<<<সংস্কতিমন্তী আসাদ্দুজামান নুর আজ ২১ এপ্রিল ধামইর হাট আসছেন।>>>>>
একদিন নওগাঁ সফরে তিনি বেলা ১১ টায় ধামইর হাট উপজেলার ঐতিহাসিক জগদ্দল বিহার ও দুপুরে মাহিসন্তোষ তকীউদ্দিন পারসী আল আরাবী (রঃ) এর মাজার পরিদর্শন ও জিয়ারত করবেন। মন্তীর আগমনে তাকে স্বাগতম জানাতে জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের এমপি শহিদুজামান সরকার ও ধামইর হাট উপজেলা অ'লীগ ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছেন।
একদিন নওগাঁ সফরে তিনি বেলা ১১ টায় ধামইর হাট উপজেলার ঐতিহাসিক জগদ্দল বিহার ও দুপুরে মাহিসন্তোষ তকীউদ্দিন পারসী আল আরাবী (রঃ) এর মাজার পরিদর্শন ও জিয়ারত করবেন। মন্তীর আগমনে তাকে স্বাগতম জানাতে জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের এমপি শহিদুজামান সরকার ও ধামইর হাট উপজেলা অ'লীগ ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছেন।
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<<ধামইরহাটে রাস্তা ও স্কুল ভবনের উদ্ভোধন>>>
==============
ধামইরহাটে শিক্ষা উন্নয়ন প্রকল্প ফেসহ এর আওতায় প্রয় ৩৮ লক্ষ টাকা ব্যায়ে
৪আভিত বিশিষ্ট পূর্ব তাহের পুর প্রথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও বিএমডিএ
কত্রৃক ৩৮ লক্ষ ৮০হাজার টাকা ব্যায়ে দেড় কিমি: রাস্থার উদ্ধোধন করেন সংসদের
হুইপ আলহাজ শহীদুজামান সরকার|
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<<< ধামইরহাটে বঙ্গবন্ধর জন্মদিন পালিত >>>>
==============
ধামইরহাটে বঙ্গবন্ধর ৯৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে র্যালী ,আলোচনা সভা, কবিতা আবৃতি, উপস্থিত বক্ততা এবং সাংস্কতি অনুষ্ঠান হয়েছে। উপজেল প্রশাসান পক্ষে থেকে এসব আয়জন করা হয়েছে ।উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠাটি পর্যাবেক্ষন করেন ধামইরহাট থানার সাধারন সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম|
==============
ধামইরহাটে বঙ্গবন্ধর ৯৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে র্যালী ,আলোচনা সভা, কবিতা আবৃতি, উপস্থিত বক্ততা এবং সাংস্কতি অনুষ্ঠান হয়েছে। উপজেল প্রশাসান পক্ষে থেকে এসব আয়জন করা হয়েছে ।উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠাটি পর্যাবেক্ষন করেন ধামইরহাট থানার সাধারন সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম|
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<<ধামইরহাটে দুর্ধষ ডাকাতি অটক ১জন>>>>
ধামইরহাট উপজেলা জাহান পুর ইউনিয়ান মুকন্দপুর গ্রামে গত মঙ্গলবার ভোরে গোপাল চন্দ্র(৬০)এক কূষকের বাডিতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে । ডাকাতরা বাডির লোকজনকে জিন্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে । এঘটনার পর পুলিশ সন্দেহ ভাজন ভাবে আব্দুস সামাদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ।সে জাহানপুরের বাসিন্দা । এদিকে ধামইর হাট থানার ওসি একরামুল হক বলেন, ধামইর হাট থানায় ডাকাতি মামলা দাযের হয়েছে এবং নওগাঁ পুলিশ সুপার কাইমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<< ইউওএনও হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল শিশু সুরাইয়া>>>
==== ===== ======
ধামইর হাটে ইউএনও হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল মাদ্রাসা ছাত্রী সুরিইয়া আক্তার।জানা গেছে উপজেলার সিরাজুল ইসলামের কন্য সুরিইয়া (১৩)সাথে পার্শ্ববতী পত্নীতলা উপজেলার জৈনৈক ব্যক্তির সাথে সোমবার দুপুরে বিয়ে অনুঠিত হওয়ার কথা ।গোপন সংবাদ ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন পুলিশ সঙ্গে নিয়ে বিয়ে বাডিতে হাজির হয় ।ভ্রামমান আদালত বসিয়ে ১হাজার জরিমানা এবংসুরিয়ার বাবা ও মা কাছ থেকে মুচলিখা নেওয়া হয় য়াতে সুরিয়ার বয়স না হওয়া পর্য়ন্ত বিবিহ দেওয়া যাবেন। অন্য দিকে বর পক্ষ খবর পেয়ে রাস্তা থেকে পালিয়ে য়ায়। সুরিয়া আক্তার এবার মাদ্রাসা থেকে জেডিতে সাফল্য সাথে পাশ করে।
==== ===== ======
ধামইর হাটে ইউএনও হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল মাদ্রাসা ছাত্রী সুরিইয়া আক্তার।জানা গেছে উপজেলার সিরাজুল ইসলামের কন্য সুরিইয়া (১৩)সাথে পার্শ্ববতী পত্নীতলা উপজেলার জৈনৈক ব্যক্তির সাথে সোমবার দুপুরে বিয়ে অনুঠিত হওয়ার কথা ।গোপন সংবাদ ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন পুলিশ সঙ্গে নিয়ে বিয়ে বাডিতে হাজির হয় ।ভ্রামমান আদালত বসিয়ে ১হাজার জরিমানা এবংসুরিয়ার বাবা ও মা কাছ থেকে মুচলিখা নেওয়া হয় য়াতে সুরিয়ার বয়স না হওয়া পর্য়ন্ত বিবিহ দেওয়া যাবেন। অন্য দিকে বর পক্ষ খবর পেয়ে রাস্তা থেকে পালিয়ে য়ায়। সুরিয়া আক্তার এবার মাদ্রাসা থেকে জেডিতে সাফল্য সাথে পাশ করে।
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<<পল্লী বিদুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ধামইর হাট পরিদশন>>>
>>>>>>>>পল্লী বিদুত্ উন্নয়ন বোডের চেয়ারম্যান কর্তক ধামইর হাট আফিস পরিদশন করেন। নওগাঁর ধামইরহাটের বাংলাদেশে পল্লী বিদুত্ উন্নয়ন বোর্ড বি আর ইবি R চেয়ারম্যান বিগ্রে ডিয়ার জেনারেল মঈন উদ্দিন ধামইর হট পল্লী বিদুত্ আফিসের সাব জোনাল আফিস পরিদশন করেন।এ সময় তিনি গভির নলকুপের পাওয়ার ফিডার পরিদশন করে সন্তোয প্রকাশ করেন।B. R. E. P. R. চেয়ারম্যানের সফর সঙ্গী ছিলেন জনসংযোগ অধিদপ্তরের পরিচালক দহিদুল ইসলাম পবিস এর জেনারেল ম্যানেজার নুরুর রহমান বগুড়া পবিস এর G. M. D. A .J. সামসুদ্দীন এবং জয়পুর হাট পবিস G M আব্দুল কুদ্দুস সহ আরো আনেকেই উপস্থিত ছিলেন।
Post ভালো লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news
<<<মঈন উদ্দীন নর্বনিবাচিত চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহন>>>
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.