GuidePedia
Latest News

0
চল্লিশ পীরের মাজার

এই জায়গার নাম চল্লিশ পীরের মাজার। নওগাঁ সদর হতে ৫৭ k.m দূরে দেশের শেষ সীমানার এক উপজেলা ধামুইর হাট, এ উপজেলার উত্তরে বালুঘাট, ভারত সীমান্ত। এই উপজেলার একটি গ্রাম ফার্সি পারা, ধামুইর হাট হতে দুই কিলো পশ্চিমে, এই গ্রামে এই মাজার অবস্থিত। এই মাজারের ইতিহাস, যতদূর যানা যায়, “হযরত শাহ্‌ জালালের (রাঃ) সাথে ৩৬০জন সাহাবী নিয়ে এসেছিলেন। তিনি সিলেটে স্থায়ী হয়ে তিনি তাঁর সাহাবীদের ৪০জনের দল বানিয়ে সারা দেশে পাঠিয়েদেন সেই ৪০জনের এক দল এ জায়গাতে তাদের মসজিদ নির্মাণ করেন। সেই মসজিদের ভাঙা অংশ এই ছবি। এ জায়গাতে তাদের সাতজনে কবর আছে। এই সব সাহাবীদের নামে এই এলাকার কয়েক জায়গার নাম করন ও করা হয়ে হয়েছে।
 
ভালো  লাগলে like please : Sohel Rana.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top