GuidePedia
Latest News

0
আলতা দিঘী

আলতা দীঘি নওগাঁ জেলা সদর হতে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত। ধামইরহাট উপজেলার ঐতিহাসিক আলতা দীঘির প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। এই দীঘি ধামইরহাট উপজেলা সদর থেকে মাত্র ৪ কিলোমিটার উত্তরে গভীর শালবনের মাঝে অবস্থিত। প্রায় ১ কিলোমিটার লম্বা আর অর্ধ কিলোমিটার চওড়া এ দীঘির আগের মতো জাঁকজমকপূর্ণ অবস্থা এখন আর নেই। তবে এর দু'ধারে বন বিভাগের বৃক্ষরাজি এবং দীঘির উত্তর সীমানা ধরে ভারত বাংলা ভাগের আন্তর্জাতিক সীমানা পিলার ও ভারতীয় কাঁটাতারের বেড়া যে কোনো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে। এই আলতা দীঘির একটি বিশাল কাহিনী রয়েছে।প্রবাদ আছে, অত্র এলাকায় প্রবল খরার কারণে প্রজা সাধারণ পানি ও পানীয় জলের কষ্ট লাঘবের জন্য জগদল রাজমাতার কাছে অভিযোগ করেন। প্রজা দরদী রাজমাতা তাদের পানীয় জলের কষ্ট দূর করতে পুত্রের কাছে তার অভিপ্রায় ব্যক্ত করেন এবং পুত্রের কাছে দাবি করে বলেন, বাবা আমি সকালে ঘুম থেকে উঠে যতদূর পর্যন্ত হেঁটে যেতে পারবো ততখানি লম্বা একটি দীঘি খনন করে দিতে হবে। কঠিন হলেও পুত্র তার প্রাণপ্রিয় জননীর দাবি মেনে নিলেন এবং দীঘি খনন করতে রাজি হলেন। এভাবেই এই দীঘিটির উৎপত্তি ঘটেছে। এই দীঘির সৌন্দর্য রাশি যে একবার দেখেছে তার মনে থাকবে বেশকিছু দিন ধরে।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news


Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top