GuidePedia
Latest News

0
নওগাঁ ধামইরহাটে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপনে বন বাগানে সূজনে সারা দেশে প্রথম স্থান অধিকার করে ৩য় বারের মত প্রধানমন্তীর প্রথম পুরস্কার পেলেন বনবিট কর্মকতা লর্ক্ষণ চন্দ্র ভৌমিক।৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠান উদ্ধোধনকালে মাননীয় প্রধানমন্তী শেখ হাসিনা ধামইরহাট বনবিট র্কমর্কতা অফিসার লর্ক্ষন ভৌমিক সামাজিক বনায়নের বূক্ষরোপনে প্রধানমন্তীর প্রথম পুরস্কার ভুষিত করেন।এ সময় সামাজিক বনায়নে সমপিক্ত উপকারভোগীদের মাঝে সর্বচ্ছ লাভাংশের ১২ লাখ ৪ হাজার৯শত টাকার চেক ধামইরহাট উপজেলার চকচান্দিরা গ্রামের মূত ফয়েজ মন্ডলের ছেলে ফজলুর রহমান হাতে প্রধানমন্তী তুলে দেন ।তৃতীয় বারের মত প্রধানমন্তী ১ম পুরস্কার পাওয়ায় ধামইর হাট বনবিট র্কমর্কতাকে সংসদের হুইপ অভিন্দন জানিয়েছেন। টিভিতে পুরস্কার পাওয়ার দূশ্য দেখে এলাকার মধ্য আনন্দ উল্লাস চলছে।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news


Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top