GuidePedia
Latest News

0
"
"রাফায়েল সরেন"

নওগাঁর ধামইরহাটে ইউএনওর হস্তক্ষেপে এসএসসি পাশ করলো উপজেলার পৌর সদরের ৩ নং ওয়ার্ডের আদিবাসী রাফায়েল সরেন। চকময়রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাফায়েল সরেন (১৬) গত ২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় ২০১৪ সালের পরীক্ষায় অংশ নিতে বাধা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি  স্থানীয় সাংবাদিকদেরকে জানালে তারা ইউএনও হেমায়েত উদ্দিনের অবহিত করলে ইউএনও হেমায়েত উদ্দিনের নির্দেশক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দিলে সে পাস করে। তার ফলাফল জিপিএ ৩.১৩। এ পরীক্ষা না দিতে পারলে হয়তো জীবনে আর লেখা পড়া করতাম এমন দাবী করে পৌর ৩ নং ওয়ার্ডের লাঝারিউশের ছেলে শিক্ষার্থী রাফায়েল সরেন বলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্যারের পরামর্শক্রয়ে ও ইউএনও সারের মহানুভবতায় লেখাপড়ায় মনোযোগ দিয়ে এ পরীক্ষায় পাস করেছি, যদি বিদ্যালয় কর্তৃপক্ষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে আমি পাস করতে পারবো না। এ ঘটনায় আদিবাসী মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষকরে ইউএনও হেমায়েত উদ্দিনকে সাধুবাদ জানিয়েছেন। 

post ভালো লাগলে like please : https://www.facebook.com/mydhamoirhat

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top