GuidePedia

0




 <<<<ধামইরহাট পৌর মেয়রকে সংর্বধনা>>>>>

 ধামইরহাট পৌর মেয়কে সংর্বধনা দেওয়া হয়েছে।ধামইরহাট পৌরসভার কাউস্নিলার কমর্কতা কমর্চারী পক্ষে থেকে এই সংর্বধনা প্রদান করা হয়েছে ।ধামইরহাট পৌরসভার মেয়র মো:আমিনুর রহমান ১ সপ্তাহে জন্য কাম ট্যুর প্রোগ্রামে যুক্তরাজ্য লন্ডন গ্রমন করেন।বুধবার সফর শেষে তিনি বেলা ১১টায় পৌরসভা পৌঁছেলে তাকে এই সংর্বধনা প্রদান করা হয় । এই সময় উপস্থিত ছিলেন পৌর কাউস্তিলার মুক্তাদিরুল হক সংবাদিক মোজাম্মেল হক , হারুন প্রমুখ। — 

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 

 

 <<<<ধামইরহাটে দিন দিন বূদ্ধি পাছে মাদকাশক্তির সংখ্যা>>>>

 ধামইরহাট উপজেলায় ব্যাপক ভাবে বিস্তার লাভ করছে মাদকাশক্তির সংখ্যা |উপজেলার প্রায় সব গ্রামে এর প্রভাব লক্ষ করা যায়| স্কুল থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত ছাত্ররা মাদকাশক্তি শিকার হচ্ছে এবং কিছু কিছু এলাকায় আদিবাসী ছাত্রীরা নিশা কর থাকে। ছাত্র ছাত্রীর অভিভাবকরা বেশ চিন্তিত ।মাদক দ্রব্য খুব সহজলব্য হওয়াতে সকলে অনা আয়েসে গ্রহন করে থাকে। আমইতাড়া ,হাটখলা, অমরপুরের হঠাত্‍ পাড়া,পাগল দেওয়ান, মাহালী পাড়া ,টিএন্ডটি মোড় এলাকার মধ্য বেশী নেশা ব্যাহার হয়। এলাকার পুলিশ প্রশাসন তেমন কার্যকারী ভুমিকা পালন করেনা| যার ফলে দিন দিন এর পরিমান বূদ্ধি পাছে| চাকরী ও কর্মসংস্থন না থাকার কারনে যুবগদের মধ্য হতাশা কাজ করে আর হতাকে কাটার জন্য নেশাকে বেছে নেয় ।এই বিষয় গুলো নিয়ে এলাকাবাসী চিন্তিত|

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

<<<< আবারও আলতাদিঘী জাতীয় উদ্যানে বিরল প্রজাতির গন্ধগোকুল অবমুক্ত>>>>

 ধামইরহাট আলতাদীঘি জাতীয় উদ্যানে বিরল প্রজাতির গন্ধগোকুল ছেড়ে দেওয়া হয়েছে |গতকাল শনিবার ৫ টায় ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন প্রণিটি শালবাগানে ছেড়ে দেয় | এ সময় উপস্থিত ছিলেন বর্নবিট কমর্কতা লক্ষন ভৌমিক |গন্ধগোকুলটি বদলগাছী এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল|

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 

ধামইরহাট থানার ওসি একরামুল হক জানান, সকালে কসাইরা ধামইরহাট হাটে গরু জবাই করতে গেলে হাটের টিন শেডের দোকানে শাহীনের ঝুলন্ত লাশ দেখে স্বজনদের খবর দেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ওসি একরামুল আরো জানান, ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।  এ ঘটনায় মামলা দায়ের করা হবে।নিহতের বাবা আঙ্গুর হোসেন ও বড়ভাই মন্টুর দাবি, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শাহীন। তার পরিচিত কয়েকজন বন্ধুই তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। যথাযথ তদন্ত করলেই প্রকৃত ঘটনা বের হবে।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 



<<<< দেশে কোন বিদুত্‍ বিহীন কোন গ্রাম থাকবেনা: হুইপ >>>>
===============
হুইপ মো: শহীদুজামান সরকার এমপি বলেছেন দেশে আগামী ৪ বছর বিদুত্‍ বিহীন কোন গ্রাম থাকবেনা| সরকার বর্তমান চাহিদা তুলনায় বেশি বিদুত্‍ উত্‍পাদন করেছে যা স্বাধীনতার পর বিদুত্‍ উত্‍পাদনের সর্বকালের সেরা রেকট| এই সরকার দেশের সকল শহর ও গ্রামের উন্নয়নের বিশ্বসী হুইপ এই কথা বলেন |বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলের ফতেপুর-মাতাজীহাট ৬ কোটি ব্যায়ে প্রায় ১৪ কিলোমিটার রাস্তা প্রস্তকরন ও মেরামত কাজের উদ্ভোদন করেন। এসময় উপস্থিত ছিলেন আড়ানগর ইউনিয়নের চেযারম্যান শাহাজান, আলী কমল আওয়ামিলীগ নেতা ইচ্ছাহাক আলি, অধ্যক্ষ শহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন |  

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 



 <<<<ধামইরহাটে সরকারী কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই!>>> >
==============
স্বাধীতার ৪২ বছর পার হলেও ধামইরহাট উপজেলতে কোন সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা হয়নি। বিভিন্ন সময়ে সরকারের মন্তী -এমপি ও আমলারা থানা সদরে অবস্তিত ঐতিহ্যাসিক চকময়রাম মডেল স্কুল,ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যাল, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চবিদ্যাল ও ধামইরহাট এম এম ডিগ্রী কলেজ সরকারী করনে বহু প্রতিশ্রতি দিলেও আজ পর্যন্ত তা কর্য়কর হয়নি। একটি স্কুল এবং একটি কলেজ সরকারী হবে এটায় আশাকরে ধামইরহাটবাসী।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 



<<<<<<সংস্কতিমন্তী আসাদ্দুজামান নুর আজ ২১ এপ্রিল ধামইর হাট আসছেন।>>>>>

একদিন নওগাঁ সফরে তিনি বেলা ১১ টায় ধামইর হাট উপজেলার ঐতিহাসিক জগদ্দল বিহার ও দুপুরে মাহিসন্তোষ তকীউদ্দিন পারসী আল আরাবী (রঃ) এর মাজার পরিদর্শন ও জিয়ারত করবেন। মন্তীর আগমনে তাকে স্বাগতম জানাতে জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের এমপি শহিদুজামান সরকার ও ধামইর হাট উপজেলা অ'লীগ ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছেন।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

<<<ধামইরহাটে রাস্তা ও স্কুল ভবনের উদ্ভোধন>>>
==============
ধামইরহাটে শিক্ষা উন্নয়ন প্রকল্প ফেসহ এর আওতায় প্রয় ৩৮ লক্ষ টাকা ব্যায়ে ৪আভিত বিশিষ্ট পূর্ব তাহের পুর প্রথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও বিএমডিএ কত্রৃক ৩৮ লক্ষ ৮০হাজার টাকা ব্যায়ে দেড় কিমি: রাস্থার উদ্ধোধন করেন সংসদের হুইপ আলহাজ শহীদুজামান সরকার|

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 
  


<<<< ধামইরহাটে বঙ্গবন্ধর জন্মদিন পালিত >>>>
==============
ধামইরহাটে বঙ্গবন্ধর ৯৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে র্যালী ,আলোচনা সভা, কবিতা আবৃতি, উপস্থিত বক্ততা এবং সাংস্কতি অনুষ্ঠান হয়েছে। উপজেল প্রশাসান পক্ষে থেকে এসব আয়জন করা হয়েছে ।উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠাটি পর্যাবেক্ষন করেন ধামইরহাট থানার সাধারন সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম|

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 



<<<শেষ মর্হুতে ধামইরহাট উপজেলা নিবার্চনে বাঘে -সিংহের লড়াই চলছে>>>

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 



 <<<ধামইরহাটে দুর্ধষ ডাকাতি অটক ১জন>>>>

ধামইরহাট উপজেলা জাহান পুর ইউনিয়ান মুকন্দপুর গ্রামে গত মঙ্গলবার ভোরে গোপাল চন্দ্র(৬০)এক কূষকের বাডিতে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে । ডাকাতরা বাডির লোকজনকে জিন্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে । এঘটনার পর পুলিশ সন্দেহ ভাজন ভাবে আব্দুস সামাদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ।সে জাহানপুরের বাসিন্দা । এদিকে ধামইর হাট থানার ওসি একরামুল হক বলেন, ধামইর হাট থানায় ডাকাতি মামলা দাযের হয়েছে এবং নওগাঁ পুলিশ সুপার কাইমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news



<<< ইউওএনও হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল শিশু সুরাইয়া>>>
==== ===== ======
ধামইর হাটে ইউএনও হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল মাদ্রাসা ছাত্রী সুরিইয়া আক্তার।জানা গেছে উপজেলার সিরাজুল ইসলামের কন্য সুরিইয়া (১৩)সাথে পার্শ্ববতী পত্নীতলা উপজেলার জৈনৈক ব্যক্তির সাথে সোমবার দুপুরে বিয়ে অনুঠিত হওয়ার কথা ।গোপন সংবাদ ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন পুলিশ সঙ্গে নিয়ে বিয়ে বাডিতে হাজির হয় ।ভ্রামমান আদালত বসিয়ে ১হাজার জরিমানা এবংসুরিয়ার বাবা ও মা কাছ থেকে মুচলিখা নেওয়া হয় য়াতে সুরিয়ার বয়স না হওয়া পর্য়ন্ত বিবিহ দেওয়া যাবেন। অন্য দিকে বর পক্ষ খবর পেয়ে রাস্তা থেকে পালিয়ে য়ায়। সুরিয়া আক্তার এবার মাদ্রাসা থেকে জেডিতে সাফল্য সাথে পাশ করে।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news



 <<<পল্লী বিদুত্‍ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ধামইর হাট পরিদশন>>>

>>>>>>>>পল্লী বিদুত্‍ উন্নয়ন বোডের চেয়ারম্যান কর্তক ধামইর হাট আফিস পরিদশন করেন। নওগাঁর ধামইরহাটের বাংলাদেশে পল্লী বিদুত্‍ উন্নয়ন বোর্ড বি আর ইবি R চেয়ারম্যান বিগ্রে ডিয়ার জেনারেল মঈন উদ্দিন ধামইর হট পল্লী বিদুত্‍ আফিসের সাব জোনাল আফিস পরিদশন করেন।এ সময় তিনি গভির নলকুপের পাওয়ার ফিডার পরিদশন করে সন্তোয প্রকাশ করেন।B. R. E. P. R. চেয়ারম্
যানের সফর সঙ্গী ছিলেন জনসংযোগ অধিদপ্তরের পরিচালক দহিদুল ইসলাম পবিস এর জেনারেল ম্যানেজার নুরুর রহমান বগুড়া পবিস এর G. M. D. A .J. সামসুদ্দীন এবং জয়পুর হাট পবিস G M আব্দুল কুদ্দুস সহ আরো আনেকেই উপস্থিত ছিলেন।


Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<মঈন উদ্দীন নর্বনিবাচিত চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহন>>>

===============
ধামইরহাট উপজেলা পরিষদের নর্বনিবাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় কর্মিশনারের হল রুমে এ শপথ গ্রহন অনুঠিত হয়েছে |পপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন | চেয়ারম্যান হিসাবে নওগাঁ জেলা জামায়তের পশ্চিম অঞ্চলের আমির মইন উদ্দীন শপথ গ্রহন করন|

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<<ধামইরহাটে দূনীতি প্রতিরোধে মানববন্ধন>>>>
=============
ধামইরহাটে দুনীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন আলোচনা সভা এবং বিতর্ক প্রতিযোগিতা অনুঠিত হয়|সোমবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্থানীয় আমইতাড়া মোড়ে ধামইরহাট -নওগাঁ মহাসড়কে মানববন্ধন করা হয়| মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিঠানের শিক্ষার্থীরা এবং সুশীল সমাজের ব্যাক্তিরা| এই উপলক্ষে ধামইরহাট সুফিয়া স্কুল হল রুমে এক আলেচনা সভা হয় |অনুঠানটি সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক হাবিবুর রহমান| সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কমর্কতা মোখলেছুর রহমান প্রধান শিক্ষক অব্দুর রহমান সংবাদিক মোজাম্মেল হক ইয়াছিন আলী নাদিয়া পরভিন প্রমখ |এর পরে বির্তক অনুঠিত হয়| বির্তকে ধামইরহাট সুফিয়া পাইলট উচ্চবিদ্যালয়-ধামইরহাট বালিকা বিদ্যায়কে পরাজিত করে ।উভয় দলকে পুরুষ্কার দেওয়া হয়|

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

<<<ধামইরহাটে আই ক্যাম্প অনুষ্ঠিত >>>

=======>>>=====
ধামইরহাটে আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধামইর হাট বালিকা বিদ্যালযে যুব কল্যান সংঘের উদ্দ্যেগে ও ইন্জনিয়ার মো :রমজান আলীর সৌজন্যে এই আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে ৩শত জনকে চিকিত্‍সা সেবা ও ৪০ জন রোগীকে চক্ষ অপারেশনের ব্যাবস্থা করা হয়। এই ক্যাম্পটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কম: আবদুল হাই আল হাদী।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<< ধামইরহাটে জামায়ত সমর্থিত জয়ী>>>>

=======>>>>=====
নওগাঁর ধামইরহাট উপজেলায় জামায়ত সমর্থিত মইন উদ্দীন(আনারস )৫৭ হাজার ৩শত ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী বদিউল আলম (মটর সাইকেল) পেয়েছে ৪৬ হাজার ৯ শত ৪৯ ভোট । এখানে প্রায় ১০ হাজার ৪শত ৩৩ ভোট বেশি পেয়ে জামায়ত শক্ত অবস্থানে আছে।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<< ধামইরহাটে পৌর বিএনপি নেতা আওয়ামীলীগে যোগদান>>>>
======>>>>=====

ধামইরহাটে পৌর বিএনপির অন্যতম নেতা সামসুল ইসলাম যোদ্ধা বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করেছে এবং তাঁর নেতূত্বে আরও ১৫ জন বিএনপি নেতা কর্মীও যোগদান করেছে । গতকাল দলীয় কার্য়ালয়ে থানা আওয়ামীলীগের যুগন্ম সাধারন সম্পাদক ওবায়দুল হক ,কাউনসিলার আ`লীগের নেতা মুক্তাদিরুল হক , নবিবর রহমান ও ছাত্র নেতা শিবলী বিএনপি নেতা সামসুল ইসলাম যোদ্ধা কে ফুলের মালা দিয়ে বরন করা হয়|

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<<ধামইরহাটে নাইট গার্ডকে বেঁধে বাড়ী লুট ও আওয়ামীলীগের নির্বাচনী ঘর ভাংচুর>>>>
=========>>>>====

ধামইরহাট পিড়লডাঙ্গা নায়া পুকুর মোড়ে নাইট গার্ডকে বেঁধে আওয়ামীলীগের উপজেলা নির্বাচনী আফিস ঘর ভেঙ্গে দিয়েছে দুর্বওরা ।বাডীর কমর্কতা হায়দার জানান মালামাল সহ ৯০ হাজার টাকার মত লুটপাট করা হয়।সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে । জফির উদ্দীন জানান, কয়েকদিন পূর্বে পিড়লডাঙ্গা গ্রামের কাঠ ব্যাবসায়ী নজরুল ইসলামের ছেলে ইব্রাহিম হোসেন জাফর কে হুশিয়ার দিয়ে বলেন, হায়দার বাডী ও নির্বাচনী ঘড় ভেঙ্গে দেওয়া হবে ।আগামী ১৫ মার্চ তূতীয় দফায় ধামইরহাট উপজেলা নিবার্চন হওয়ার কথা আছে।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<< ধামইরহাটে পিজাইডিং অফিসার নিয়োগে ব্যাপক অনিয়ম>>>>
=======>>>>======
ধামইরহাটে ১৫ মার্চ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পিজাইডিং এবং পোলিং অফিসার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিয়োগ উঠেছে। ঘটনার প্রতিবাদে রাতে স্থানীয় জনগন ৬ ঘন্টা নিবার্চন অফিস ঘেরাও কয়ে রাখে। পরে থানার পুলিশ ও সিনিয়ার আওয়ামীলীগ নেতাকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করে ।তারা খুব শিঘ্রয় উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন ও নিবার্চনী অফিসার জামাল এবং অফিস কমর্চারী শাহাজানকে অপসারন দাবী করেছন । জানা গেছে, এসব পোলিং অফিসার ৯৫ ভাগই জামায়েতের। উপজেলার ৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে১৪ নম্বর ভোট কেন্দের( ভেরম দ্বিমুখী উচ্চবিদ্যাল)দেখা গেছে বুথের সংখ্যা ৭ যেখানে ১৪টি পোলিং অফিসারের মধ্যে ১৪টিই জামায়েতের । উপজেলার নির্বাহী অফিসার ও নিবার্চনী আফিসার ঘটনার সত্যতা স্বীকার করে। অন্যদিকে কাম-কম্পিউটার অপারেটার শাহাজান বলেন, কম্পিউটার কিছূ ভুলের জন্য এই সমস্যা সূষ্টি হয়েছে। এই ঘটনার জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<< ধামইর হাটে কু প্রস্তাবে রাজী না হওয়ায় গূহবধুর মাথার চুল কেটে দিয়েছে ইউপি মেম্বার >>>>

========>>>>>=====
ধামইরহাটে কু প্রস্তাবে রাজী না হওয়ায় গূহবধুর মাথার চুল কেটে দিয়েছে ইউপি মেম্বার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে । এই ঘটনায় বুধবার থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ দুইজনকে গেপ্তার করছে।

থানার এজাহার সুত্রে জানাগেছে, উপজেলার মইশর গ্রমের আব্দুল জলিল ও তার স্তী জোবইদা খাতুনের মধ্যে পারস্পরিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত তিনমাস স্বামী তার স্তীকে মৌখিক ভাবে তালাক দেওয়ার হুমকি দিয়ে আসছিল । এতে স্বামী স্তীর মধ্যে মনমালিন্ন সূষ্টি হয়েছে । এই সুযোগ নিয়ে বিষয়টি মিমংসা করার কথা বলে স্থানীয় ইউপি মেম্বর মহাসিন আলী ও তার কয়েক জন সহযোগী ওই গূহবধু জোবেইদাকে কৌশলে মঈলবার রাতে বাডী থেকে পাশ্বর্বতী শালবাগানে ডেকে নিয়ে কু প্রস্তাব দেয় । এতে গূহবধু রাজী না হলে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়। এই ঘটনার পরে জুবেইদা বাদী হয়ে বুধবার ৬ জনকে আসামি করে ধামইরহাট থানায নারী ও শিশু নিয়াতন দমন আইনে একটি মমলা দায়ের করেন। এই বিষয়ে ধামইরহাট থানার ওসি একরামুল হক ঘটনার সততা স্বীকার করে জানান ,থানায় মামলা দায়েরের পর মুল আসামী মেম্বর ও আমিনুল ইসলামকে গ্রপ্তার করা হয়েছে । বাকী আসামিদের ধরার কাজ চলছে।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<<<আগামী ৫ বছরে প্রত্যেক গ্রামে গ্রামে বিদুত্‍ দেওয়া হবে; হুইপ
=======>>>=======
ধামইরহাট উপজেলা আগ্রাদ্বিগুন জিসি থেকে মধইল জিসি ভায়া মহেশ পুর রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন কালে আগ্রাদ্বিগুন এক সংক্ষিপ্ত সভায় জাতীয় সংসদের হুইপ শহীদুজামান সরকার এমপি উক্ত কথা বলেন। তিনি আরও বলেন পয়ার্য় কক্রমে সকল রাস্তা পাকা করার অঙ্গীকার ব্যাক্ত করেন। সভায় সভাপত্বিত করেন সাবেক চেয়ারম্যান সালেহ উদ্দীন আহম্মেদ। উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান,স্থানীয় সরকার অধিদপ্তর অধীনে ৩ কোটি ৪০লক্ষ টাকা ব্যয়ে ৫দশমিক ৬৫ কিলোমিটার রাস্তা নির্মান করা হবে। রাস্তাটি পাকা হলে ২৫/৩০টি গ্রাম উপকত হবে। একই দিনে আগ্রাদিগুন ইউনিয়নের মহেশ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নতুন ভোবণ ফলক উন্মেচন করেন। সর্বশেষে উপজেলা নিবার্চনে আওয়ামীলীগে পক্ষে ভোট প্রর্থনা করেন। 

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<<< ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে বিরল প্রজাতির অজগর ,মোছোবাঘ ও বানর অবমুক্ত>>>>
=========>>>=======

ধামইরহাট আলতাদিঘী জাতিয উদ্যানে ১টি অজগর ১টি ১টি মোছোবাঘ ও দুটি বানর অবমুক্ত করা হয়েছে। ২৪ FEB বেলা ১১টায় আলতাদিঘী শালবনে এসব ব্যন্য প্রণী অবমুক্ত করা হয়। এ সময় উপস্তিত ছিলেন বন বিভাগের বিভাগীয় কমর্কতা মোল্লা রেজাউল করিম ধামইর হাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দীন, প্রণসম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন । নেদারলেন্ডের ফ্লোরিস ডিও ডেটাস এর নেতৃত্বে ৬ জন পর্যাবেক্ষণ দল উপস্তিত ছিলেন।[ধামইরহাট খবর 24] রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম জানান, ইতি মধ্যই জাতীয় উদ্যানে অফিস ও আবাসিক ভবন নির্মানের জন্য টেন্ডার প্রক্রিযার কর্যাদেশ দেওয়া হয়েছে। খুব শ্রীঘ্রই কর্যক্রম শুরু হবে|

¥কিছু কথা¥
আমি মনে করি ,যারা ধামইরহাট খবর 24 লাইক দিয়েছেন তারা ধামইরহাটকে খুব ভালবাসেন। বাংলাদেশে ১৫ টি জাতীয় উদ্যানের মধ্য নওগাঁর ধামইরহাট আলতাদিঘী ১টি । প্রচারনা ছাড়া এই জাতীয় উদ্যান জনপ্রিয় হচ্ছে না ।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<< ধামইরহাটে রোটা ভাইরাস প্রভাবে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত >>>>>
=========>>>>>=====

ধামইরহাট রোটা ভাইরাস প্রভাবে শিশিরা ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে পডেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লে: ডায়রিযার আক্রান্ত শিশুরা ভর্তি হয়েছে। কোমলমতি শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় অভিভাবকরা চিন্তিত।
জানা গেছে, গত প্রায় ১সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন গ্রামে তীব্র শৈত প্রবাহ আবহওয়া পরির্বতন এবং এক প্রকার রোটা ভাইরাসের প্রভাবে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে। রবিবার উপজেলা স্বাস্থকমপ্লসে গিয়ে দেখাগেছে ডায়রিয়ায় আক্রান্ত ১০জন শিশু চিকিত্‍সাধীন রয়েছে।

উপজেলা ইসবপুর গ্রামের রেজাউল জানান তার ১৪ মাস বয়সের শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কমর্কতা ডা মোহাম্মদ আলী বলেন তীব্র ঠান্ঠা,নোংরা পরিবেশ এবং আবহওয়া পরিবর্তনে ফলে শিশুরা আক্রান্ত হচ্ছে। আর এই রোগকে বলে রোটা ভাইরাস। উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য সর্ম্পকে জনগনকে সচেতন করছে।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<< ধামইরহাটে উপজেলা নিবার্চনে আওয়ামীলীগের কর্মী সভা >>>
========>>>>======
ধামইরহাটে উপজেলা নিবার্চনে ১৪ দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় ধামইর হাট মহিলা কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথী হিসাবে বক্তব্য প্রদান করেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারান সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম ,উপজেলা জাপার সভাপতি আ: রহমান ,যুবলীগ জাবিদ হোসেন মূদু, সংগঠনিক সম্পাদক রাজু, সোহেল রানা। উক্ত আলোচনায় উপজেলা চেয়ারম্যান হিসাবে এটি এম বদিউল আলমের জন্য প্রর্থনা করা হয়। আগামী ১৫ মার্চ তাং ধামইর হাট উপজেলা নিবার্চন হওয়ার কথা রয়েছে।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<<ধামইর হাটে নকলবীজ কারখানার সন্ধান>>>>


ধামইরহাটে ধানের নকল বীজ কার খানার সন্ধান পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নকল বীজ আটক করে ভ্যাম্যমান আদালত বসিযয়ে অর্থ দন্ড প্রদান ও বিভন্ন ব্যান্ডের প্যাকেট পুড়িয়ে ফেলা হয়েছে। তবে আসামীরা পালাতক রয়েছে। জানা গেছে বূহূপতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্ব একটি ভামমান টিম উপজেলার খাদ্র গুদামের সামনে অবস্তিত মৌসুমী বীজ ভান্ডার ও মেসার্স কূষি বীজ ভান্ডার অভিয়ান চলিয়ে বিপুল ধানের নকল বীজ উদ্ধার ও বীজ প্যাকেট জাতকরন অটক করে।ওই দুই প্রতিঠানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে আটককৃত নকল বস্তা পুড়িয়ে ফেলা হয়।এর পরে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে এসব নকল বীজ আটক করা হয়।
উপজেলা কূষি কমর্কতা জামাল উদ্দীন বলেন কূষকরা যেন নকল বীজ কিনে প্রতারিত না হতে পারে সেই ব্যাপারে প্রয়জনীয় ব্যবস্তা গহন করা হয়েছে।
বিষয়টি টের পেয়ে ওই দুই ভান্ঠারের মালিকরা বর্তমান পালাতক রয়েছে। এদিকে অভিয়ান চালানোর জন্য উপজেলা বাসী উপজেলা নির্বাহী অফিসারকে সাধুবাদ জানিয়েছেন।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<<ধামইর হাটে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত>>>>


নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন অনুঠান হয়েছে।
রোববার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪জন অভিভাবক নির্বাচন অনুঠিত হয়। নির্বচনে ৭জন প্রথী প্রতিদ্বন্দীতা করেন।নির্বাচিত ৪জন অভিভাবক সদস্যরা হলেন অলতাব হোসেন,আশরাফুল ইসলাম ছানাউল্লাহ,আনোয়ারুল হক দুলাল।নির্বাচনে মোট১৯৮ জন ভোটারে মধ্য ১৮০জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 <<<নওগাঁ-২ আসনে বিনা প্রতিদ্ধন্দীতায় নির্বাচিত হওয়ার পথে>>>

নওগাঁ ২ অসনে বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান সংসদ আলহাজ্ব শহীদুজামান সরকার ধামইর হাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ২ আসন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে থেকে এ বার বর্তমান এমপি আওয়ামীলীগের নেতা শহীদুজামান সরকার ও জাতীয় পাটির কেন্থীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা জাপার সভাপতি তোফাজল হোসেন মনোনয়ন পএ জমা দেন । সবদল নির্বাচনে অংশ গ্রহন না করায় জাতীয় পাটির চেয়ারম্যানের নিদের্শে জাপা প্রথী তোফাজ্জল হোসেন মনোনয়ন পএ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ছেন। এব্যাপার জাপা প্রাথী তোফাজ্জল হোসেন বলেন আমাদের পাটির চেয়ারম্যান নির্দেশ মোতাবেক আজকে নওগাঁ ৬টি আসনে জাপা মনোনীত প্রথিরা তাদের মনোনয়ন পএ পত্যাহার করে নিবেন।
ফলে এ আসনে আর কোন প্রথী না থাকয় আওয়ামীলিগের শহীদুজ্জামান সরকার তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হতে যাছেন।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

<<<ধামইরহাটে ভ্রাম্যমান আদালতের নামে চাঁদাবাজির অভিয়োগ>>>
====================
ধামইরহাটের ভ্রাম্যমান আদালতের নামে চাঁদাবাজির অভিয়োগ পাওয়া গেছে, জানাগেছে গত ২৭NOV রাত আনুমানিক ৭টার সময় ধামইরহাটে সদর রাস্তায় মৌসুমী ও কূষি বীজ ভান্ঠারে ভাম্যমান আদালত অভিজান চলিয়ে নকল বীজ তৈরীর বিভিন্ন সরন্জাম ও নামী দামী কোম্পানীর প্রায় ১৫০ পিচ খালি প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় মৌসুমী বীজ ভান্ডারের মালিক দুই ভাই খাইরুল ইসলাম ও খাদেমুল ইসলাম পালিয়ে গলেও পিতা কমেজ উদ্দীন(৫৫)ওখাইরুলের স্তী রুবিয়া বেগম(২৫) কে অটকে করে থানা হাজতে রাখা হয়। অপর দিকে উপজেলা চকময়রাম অবস্তিত মের্সাস অনন্যা বেকারির আভিয়ান চলিয়ে মেয়াদ উত্তির্ন খাবার থাকায় মালিক রুহুল অমিন(৩০)কে আটক করে থানা হাজতে রাখা হয়। নির্ভর য়োগ্য সূএ জানিয় ,রাত১১টার দিকে থানার বসে আসামীদের এক বছর আটমাস জেল ও ২লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ওসি একরামুল হক সরকার,ওসি তদন্ত ওউপজেলা কৃষি কর্মকতা উপস্তিত ছিলেন।উপরিক্ত রায়ের কপিতে কৃষি কর্মকতার স্বাক্ষর নেওয়া হলেও ওসি এরামুল হকের পরার্মশে নিবাহী কমর্কতা রাযের মুল কপি বাসায় নিয়ে যান।বিষটি স্থনিয় কয়েকজন সংবাদিক প্রত্যক্ষ করেন সাংবাদিকের প্রশ্নের মুখে ভ্রম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন জানান, আসামীদের উল্লেখিত রায় কমানোর কোন সুয়োগ নেই। তার পরই শুরু দালাল দের তত্‍পরতা। সুএ জানায়, রায় পক্ষে নওয়ার জন্য রাত১২চার দিকে জনৈক মাসুদ সরকার খাইরুলের নিকট থেকে ২লাখ ৫০ হাজার ওরুহুল কাছ থেকে শ্রী সামু প্রসাদ এর মাধ্যমে ১লক্ষ টাকা একজন পুলিশ কমর্কতা হাতিয়ে নেন।পর দিন২৮ NOV সকার সাড়ে দশটার সময় উপজেলা নির্বাহী কমর্কতার নিকট মামলার বিষয় জানতে চাইলে তিনি জানান, আসামীদের কোন সাজা হচ্ছে না।শুধু এক লাখ টাকা জরিমানা করা হবে।প্রয় ১ঘন্টা পরে খাইরুলের ৫০হাজার ও রুহুল আমিনের২০হাজার টাকা জরিমানা করা হলে এলাকাবাসিরা ক্ষোভে ফেটে পড়েন রুহুল আমিনকে একই দিন ২৭NOV আটক করা হলেও মামলায় ২৮ NOV আটক দেখানো হয়। ভ্রাম্যমান আদালত কর্তৃক ঘটনাস্থলেই রায় নামিয়ে অসামী কমেজ উদ্দীন,রুহুল আমিন ও রুবিয়া বেগম কে থানায় এক দিন এক রাত আটক রেখে উত্‍কোর্চ নিয়ে ২৮NOV দুপুরে রুবিয়া বেগম কে সন্ধ্যায় কমেজ উদ্দীন ওরুহুল আমিনে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এব্যপারে খোজ নিয়ে জানা গেছে, উপজেলা নির্বাহী কমর্তকতার কার্যালয় থেকে খাইরুল মামলা নং৩৩৯/২০১৩ ইং রুহুল আমিন মামলা৩৪০/১৩দেখানো হলেও থানায় একটি জিটি দেখানো হয় য়ার নং৮৭৪/২০১৩ ইং।
উল্লেখ্য খাইরুলের মামলা প্রথম বিচারক কর্তৃক ৪জন আসামীর কথা বলা হলেও পরে শুধু খাইরুলকেই আসামী হিসাবে দেখানো হয়েছে। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যাবস্তা গ্রহনের জোর দাবি জানান এলাকাবাসী ।

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 


  

 

 



 

 

 

 

 

Post a Comment

 
Top