GuidePedia

0
সৈয়দ পীরের মাজার
নওগাঁ সদর হতে ৫৭ k.m দূরে দেশের শেষ সীমানার এক উপজেলা ধামুইর হাট, এ উপজেলার উত্তরে বালুঘাট, ভারত সীমান্ত। এই উপজেলার একটি দক্ষিণ গ্রাম ফার্সি পারা (গোরখাইতারা), ফার্সি পারা হতে ১km দক্ষিণে, ধামুইর হাট হতে দুই কিলো পশ্চিম দক্ষিণ কোনে, এই গ্রামে এই মাজার অবস্থিত। এই মাজারের ইতিহাস, যতদূর যানা যায়, “হযরত শাহ্‌ জালালের (রাঃ) সাথে ৩৬০জন সাথি নিয়ে এসেছিলেন। তিনি সিলেটে স্থায়ী হয়ে তিনি তাঁর সাথি ৪০জনের দল বানিয়ে সারা দেশে পাঠিয়েদেন সেই ৪০জনের এক দল ফার্সি পারায় চল্লিশ পীর নামক জায়গাতে তাদের মসজিদ নির্মাণ করে। তাদের একজন সৈয়দ নামে পীর একজন এই জায়গাতে তাঁর ইবাদতের স্থান তৈরি করে ইসলাম প্রচার করতে থাকেন। 

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

Post a Comment

 
Top