GuidePedia

0
<<<ধামইরহাটে বেড়েই চলেছে লাইসেস্নবিহীন অসংখ ঔষধের দোকান>>>
===============


ধামইরহাট উপজেলার বিভিন্ন বাজারে ড্রাগ লইসেন্সবিহীন অসংখ্য ঔষেধের দোকান গড়ে উঠেছে। এ সব দোকানের হাতুডে ডাক্তার ও ভাম্যমান কবিরাজদের সংখ্যা অসংঙ্খা জনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে গ্রামের লোকেরা যেমন প্রতারিত হচ্ছে তেমনি তাদের রোগ মুক্তির পরির্বতে রোগ বেড়ে যাচ্ছে।ধামইর হাটের বিভিন্ন হাটবাজারের ব্যাঙ্গের ছাত্রার মতো লাইসস্নে বিহীন ঔষধের দোকানের মালিক বিক্তেতারা স্বল্পশিক্ষিত ও প্রশিক্ষনবিহীন হলেও গ্রামঞ্জলের রোগিদের বিভিন্ন রোগের ঔষেধ দিয়ে থাকে । অনেক সময় রোগির মূত্য হয়।অধিক অংশ দোকানে ঔষধ খোলামেলা রাখা হয় য়ার ফলে অনেক ক্ষেত্রে ঔষুধ টি নষ্ট হয় যা রোগীদের জন্য ক্ষতিকর । এ ব্যাপারে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের সুদূষ্টি কামনা করে|

Post ভালো  লাগলে Like Please: https://www.facebook.com/dhamoirhat.news

Post a Comment

 
Top